About Us

সিলেটে এই প্রথম আমরাই নিয়ে এলাম ঝামেলাহীন ভাবে সিলেটের সকল ডাক্তারদের সিরিয়াল অনলাইনে রাখার এক সুবিশাল সুবিধা। সিলেটে প্রতিদিন যে পরিমাণ রোগী ডাক্তার দেখাতে আসেন তাদের ৮০ শতাংশের ও বেশি লোক দূর দূরদূরান্ত থেকে আসা। আর তাদেরকে তাদের রোগ সমূহের জন্য উপযুক্ত ডাক্তার নির্বাচন করতে ও সিরিয়াল রাখতে অনেক ঝামেলায় পড়তে দেখা যায়। আর তাই আমরা মানুষের এই সকল ঝামেলাপূর্ণ কাজগুলোর পরিত্রাণ করতে নিয়ে আসছি আমাদের এই
(ও ডাক্তার) অনলাইন প্লাটফর্ম।
যেখানে নানা রকম রোগ সম্পর্কে প্রতিনিয়ত ব্লগ পোস্ট করা হবে, সেই সাথে সেই রোগের জন্য সিলেটের কোন কোন ডাক্তারের কাছে শরণাপন্ন হতে পারেন তা রেফার করা থাকবে। এবং তাদের অনলাইনে সিরিয়াল রাখার লিংক দেওয়া থাকবে। সেখান থেকে সরাসরি আমাদের www.oo-doctor.com ভিজিট করে ঐ ডাক্তারের সিরিয়াল রাখতে পারবেন বা আপনার ইচ্ছে মতো যে কারো সিরিয়াল রাখতে পারবেন ।

Post a Comment

0 Comments